Nazihar News Network
News from Nazihar It Solution

লেনদেনের শুরুতেই লাফিয়ে দাম বাড়ল ইউনিয়ন ইনস্যুরেন্সের

শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই লাফিয়ে দাম বাড়ল বিমা খাতের কোম্পানি ইউনিয়ন ইনস্যুরেন্সের। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটে। তাতে এটির প্রতিটি শেয়ারের দাম ১০ শতাংশ বা ৬ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বোচ্চ ৭৫ টাকা ২০ পয়সায় উঠেছে।

নিয়ম অনুযায়ী, দেশের শেয়ারবাজারে সাধারণত এক দিনে একটি কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে বা কমতে পারে। দিনের সেই সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা কয়েক মিনিটের মধ্যেই ঘটেছে ইউনিয়ন ইনস্যুরেন্সের শেয়ারের ক্ষেত্রে। তাতে কোম্পানিটি সকাল ১০টায় লেনদেন শুরুর পরপরই ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে জায়গা করে নেয়; যদিও এক দিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটতে পারে—এমন কোনো মূল্য সংবেদনশীল তথ্য গত এক সপ্তাহে প্রকাশ করেনি কোম্পানিটি।

শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই লাফিয়ে দাম বাড়ল বিমা খাতের কোম্পানি ইউনিয়ন ইনস্যুরেন্সের। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটে। তাতে এটির প্রতিটি শেয়ারের দাম ১০ শতাংশ বা ৬ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বোচ্চ ৭৫ টাকা ২০ পয়সায় উঠেছে।

নিয়ম অনুযায়ী, দেশের শেয়ারবাজারে সাধারণত এক দিনে একটি কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে বা কমতে পারে। দিনের সেই সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা কয়েক মিনিটের মধ্যেই ঘটেছে ইউনিয়ন ইনস্যুরেন্সের শেয়ারের ক্ষেত্রে। তাতে কোম্পানিটি সকাল ১০টায় লেনদেন শুরুর পরপরই ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে জায়গা করে নেয়; যদিও এক দিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটতে পারে—এমন কোনো মূল্য সংবেদনশীল তথ্য গত এক সপ্তাহে প্রকাশ করেনি কোম্পানিটি।

শেয়ারবাজারের বেশ কিছু দিনের লেনদেন পর্যালোচনার অভিজ্ঞতার আলোকে এক ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাধারণত যেসব শেয়ার নিয়ে কারসাজির হয়, সেগুলোর ক্ষেত্রে কারসাজিকারকেরা এমন ঘটনা ঘটিয়ে থাকে। সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কেনায় আগ্রহী করে তুলতে কৃত্রিমভাবে তারা লেনদেনের শুরুতেই দাম বাড়ায়। এভাবে কয়েক দিন দাম বাড়ানোর পর সাধারণ বিনিয়োগকারীরাও দাম বাড়তে দেখে শেয়ারটির প্রতি আগ্রহী হন। তখন কারসাজিকারকেরা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে বেরিয়ে যায়। আর শেষ মুহূর্তে বেশি দামে শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হন সাধারণ বিনিয়োগকারীরা।

এক সপ্তাহ ধরে শেয়ারবাজারে বিমা খাতের বেশ কিছু কোম্পানি নিয়ে কারসাজির ঘটনা ঘটছে। তাতে এক মাসের ব্যবধানে কোনো কোনো শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এভাবে অস্বাভাবিকভাবে কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়লেও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তেমনই একটি কোম্পানি ক্রিস্টাল ইনস্যুরেন্স।

এ ছাড়া আজ প্রথম কয়েক মিনিটে লেনদেনের শীর্ষে উঠে আসা ইউনিয়ন ইনস্যুরেন্সের শেয়ারের দামও এক মাসে ১৭ টাকা বা ২৯ শতাংশের বেশি বেড়েছে। সেই হিসাবে কোনো বিনিয়োগকারী যদি এক মাস আগে কোম্পানিটির পাঁচ হাজার শেয়ার কিনে থাকেন, তাহলে আজ দিনের সর্বোচ্চ দামে তা বিক্রি করলে ওই শেয়ারে মুনাফা হবে ৮৫ হাজার টাকা। গত ২৭ আগস্ট এ কোম্পানির শেয়ারের বাজারমূল্য ছিল ৫৮ টাকা। আজ সেই দাম উঠেছে ৭৫ টাকায়। এভাবে কারসাজির মাধ্যমে অস্বাভাবিক দাম বাড়িয়ে কিছু কিছু শেয়ার থেকে কারসাজিকারকেরা বিপুল মুনাফা তুলে নিচ্ছে; আর নিশ্চুপ রয়েছে নিয়ন্ত্রক সংস্থা। তাতে কারসাজিকারকেরা বাজারে বেশি সক্রিয় হয়ে উঠেছে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.