Nazihar News Network

ব্রিস্টলকে হারিয়ে সিটির রেকর্ড

চলতি মৌসুমে ছন্দে রয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের দুইয়ে থাকা স্কাই ব্লু’রা রয়েছে চ্যাম্পিয়নস লীগের লড়াইয়েও। এফএ কাপেও চলছে সিটির আধিপত্য। মঙ্গলবার রাতে প্রতিযোগিতাটির পঞ্চম রাউন্ডে ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে হারায় পেপ গার্দিওলার দল। ষষ্ঠ রাউন্ড নিশ্চিত করার ম্যাচে একটি রেকর্ড গড়ে সিটিজেনরা।

চলতি মৌসুমে ছন্দে রয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের দুইয়ে থাকা স্কাই ব্লু’রা রয়েছে চ্যাম্পিয়নস লীগের লড়াইয়েও। এফএ কাপেও চলছে সিটির আধিপত্য। মঙ্গলবার রাতে প্রতিযোগিতাটির পঞ্চম রাউন্ডে ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে হারায় পেপ গার্দিওলার দল। ষষ্ঠ রাউন্ড নিশ্চিত করার ম্যাচে একটি রেকর্ড গড়ে সিটিজেনরা।

ব্রিস্টল সিটির মাঠ অ্যাস্টন গেইটে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গোলটি করেন ফিল ফোডেন। দ্বিতীয় গোলের দেখা পেতে অবশ্য ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সফরকারীদের। এবারও স্কোরশিটে নাম তোলেন ইংলিশ উইঙ্গার ফোডেন। আর ৮১তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা।
এ নিয়ে এফএ কাপে টানা ১১ অ্যাওয়ে ম্যাচে জয় পেলো ম্যানচেস্টার সিটি। যা এফএ কাপের ইতিহাসে কোনো দলের পক্ষে এক টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। 

ম্যাচ শেষে ব্রিস্টল সিটির খেলোয়াড়দের প্রশংসা করে ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘এটা কঠিন ম্যাচ হয়েছে।

বিজ্ঞাপনabout:blankব্রিস্টল নিজেদের জাত চিনিয়েছে। তাদের কিছু খেলোয়াড়ের পারফরম্যান্সে আমি মুগ্ধ। যদিও তাদের চিনি না আমি। দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো খেলেছি।’

জোড়া গোলদাতা ফিল ফোডেনকে নিয়ে কোচ গার্দিওলা বলেন, ‘গতিশীল খেলোয়াড় সে। ছন্দময় পারফরম্যান্স দেখিয়েছে। ম্যাচে অসামান্য প্রভাব রেখেছে সে। তার মতো পরিশ্রম করলে ফুটবল আপনাকেও প্রতিদান দেবে।’

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.