Nazihar News Network

জুভেন্টাসের ডার্বি জয়ের ম্যাচে ‘দ্রততম’ গোল করলেন তুরিনো ফরোয়ার্ড

১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি আ টেবিলের দুইয়ে ছিল জুভেন্টাস। তবে দলবদল নিয়ে মিথ্যাচারের অভিযোগে ১৫ পয়েন্ট কর্তন করা হয় জুভদের। তাতে টেবিলের দশে নেমে যায় তুরিনের বুড়িরা। বড় ধাক্কা সামলে ধীরে ধীরে সিরি আ’য় লড়াইয়ে এগিয়ে যাচ্ছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। উন্নতির ধারায় মঙ্গলবার তুরিন ডার্বিতে তুরিনোকে ৪-২ গোলে হারায় জুভেন্টাস। আর ইতালিয়ান সিরি আ’য় ডার্বি হারের ম্যাচে দ্রুততম গোলের রেকর্ড গড়েন তুরিনো ফরোয়ার্ড ইয়ান কারামোহ।

১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি আ টেবিলের দুইয়ে ছিল জুভেন্টাস। তবে দলবদল নিয়ে মিথ্যাচারের অভিযোগে ১৫ পয়েন্ট কর্তন করা হয় জুভদের। তাতে টেবিলের দশে নেমে যায় তুরিনের বুড়িরা। বড় ধাক্কা সামলে ধীরে ধীরে সিরি আ’য় লড়াইয়ে এগিয়ে যাচ্ছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। উন্নতির ধারায় মঙ্গলবার তুরিন ডার্বিতে তুরিনোকে ৪-২ গোলে হারায় জুভেন্টাস। আর ইতালিয়ান সিরি আ’য় ডার্বি হারের ম্যাচে দ্রুততম গোলের রেকর্ড গড়েন তুরিনো ফরোয়ার্ড ইয়ান কারামোহ।

জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তুরিনো। ১ মিনিট ৩২ সেকেন্ডে দলকে গোলটি করেন তুরিনোর ফরাসি ফরোয়ার্ড ইয়ান কারামোহ। ইতালিয়ান সিরি আ’র ইতিহাসে তুরিন ডার্বিতে এটি দ্রুততম গোল। 
কারামোহ’র রেকর্ডগড়া গোলের ১৫ মিনিট পর ম্যাচে সমতা টানেন জুভেন্টাসের কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান কুয়াদ্রাদো। ৪৩তম মিনিটে ফের লিড নেয় তুরিনো। গোলটি করেন প্যারাগুইয়ান ফরোয়ার্ড অ্যান্তোনিও সারাব্রিয়া।

বিজ্ঞাপন সমতায় ফিরতে মাত্র তিন মিনিট সময় নেয় জুভেন্টাস। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ২-২ করেন জুভেন্টাসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। প্রথমার্ধে দাপট দেখানো তুরিনো খেই হারিয়ে ফেলে বিরতির পর। দ্বিতীয়ার্ধে ৭১তম মিনিটে স্কোরলাইন ৩-২ করেন জুভেন্টাসের আরেক ব্রাজিলিয়ান গ্লেইসন ব্রেমার। আর ৮০তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিও।

ইতালিয়ান সিরি আ’য় তুরিন ডার্বিতে এ নিয়ে তৃতীয়বারের মতো কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির অধীনে জয় পেলো জুভেন্টাস। আর এ নিয়ে টানা ১৬ তুরিন ডার্বিতে অপরাজিত রইলো তুরিনের বুড়িরা।
২৪ ম্যাচে ১৫ জয় ও ৪ হারে ৩৫ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি আ’য় সপ্তম স্থানে জুভেন্টাস। ৩১ পয়েন্ট নিয়ে নবম স্থানে তুরিনো। ২৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।
 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.