Nazihar News Network

আশা জাগিয়ে ফিরলেন তামিম

নান্দনিক ব্যাটিংয়ে বাইশ গজে প্রত্যাবর্তনটা রাঙাচ্ছিলেন তামিম ইকবাল। ওয়ানডে মেজাজে বড় করছিলেন ইনিংস। তবে মার্ক উডের বলে দুর্ভাগ্য বরণ করতে হলো টাইগার অধিনায়ককে। উডের করা ৯.৩ বল খেলতে গিয়ে ইনসাইডেসের শিকার হন তামিম। ফেরার আগে ৩২ বলে ৪ বাউন্ডারিতে ২৩ রান করেন তিনি। ৯.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫২ রান। ১২ বলে ১২ রান নিয়ে ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত।

নান্দনিক ব্যাটিংয়ে বাইশ গজে প্রত্যাবর্তনটা রাঙাচ্ছিলেন তামিম ইকবাল। ওয়ানডে মেজাজে বড় করছিলেন ইনিংস। তবে মার্ক উডের বলে দুর্ভাগ্য বরণ করতে হলো টাইগার অধিনায়ককে। উডের করা ৯.৩ বল খেলতে গিয়ে ইনসাইডেসের শিকার হন তামিম। ফেরার আগে ৩২ বলে ৪ বাউন্ডারিতে ২৩ রান করেন তিনি। ৯.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫২ রান। ১২ বলে ১২ রান নিয়ে ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত।

javascript:false

থিতু হতে পারলেন না লিটন

সাবধানী শুরু করেছিলেন লিটন দাস। ১০ বল খেলে করেছিলেন মাত্র ১ রান। ১১তম বলে ছক্কা হাঁকিয়ে সমর্থকদের মনে জাগিয়েছিলেন আশা। তবে লিটনের ধীর গতির ইনিংস দীর্ঘায়িত হয়নি।

তামিমের শাসন, লিটনের সাবধানী শুরু

২০২২ সালের আগস্টে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেন তামিম ইকবাল। প্রায় ছয় মাস পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন টাইগার অধিনায়ক। অন্যদিকে সাবধানে ব্যাট করছেন আরেক ওপেনার লিটন কুমার দাস। ৪ ওভারে বিনা উইকেটে ২৭ রান তুলে ফেলেছে বাংলাদেশ। ১৬ বলে ৩ বাউন্ডারিতে ১৭* রান তামিমের। ১০ বলে ১ রান লিটনের। 

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড। ইতোমধ্যে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.