Nazihar News Network
News frzom Nazihar It Solution

বাবা হারালেন তাহসান খান

তিন মাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় গায়ক তাহসান খানের বাবা সানাউর রহমান খানের। সঙ্গে সঙ্গেই তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় বাবার পাশে থাকার চেষ্টা করেছেন এই গায়ক। সর্বশেষ সাত দিন আগেও জানিয়েছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। গতকালও হাসপাতাল থেকে ফিরে ভালো বোধ করছিলেন সানাউর রহমান। অনেক দিন পরে বাবাকে অনেকটাই আগের মতো সুস্থ দেখে আশা পাচ্ছিলেন তাহসান ও তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু সুখের মুহূর্ত বেশি সময় স্থায়ী হলো না। ইফতারের পরেই তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। তাহসান জানান, হাসপাতালে নেওয়ার পথেই গতকাল রাত আটটার দিকে তাঁর বাবা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিন মাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় গায়ক তাহসান খানের বাবা সানাউর রহমান খানের। সঙ্গে সঙ্গেই তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় বাবার পাশে থাকার চেষ্টা করেছেন এই গায়ক। সর্বশেষ সাত দিন আগেও জানিয়েছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। গতকালও হাসপাতাল থেকে ফিরে ভালো বোধ করছিলেন সানাউর রহমান। অনেক দিন পরে বাবাকে অনেকটাই আগের মতো সুস্থ দেখে আশা পাচ্ছিলেন তাহসান ও তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু সুখের মুহূর্ত বেশি সময় স্থায়ী হলো না। ইফতারের পরেই তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। তাহসান জানান, হাসপাতালে নেওয়ার পথেই গতকাল রাত আটটার দিকে তাঁর বাবা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাবার সঙ্গে তাহসানেরা দুই ভাই। ছবি: ফেসবুক
বাবার সঙ্গে তাহসানেরা দুই ভাই। ছবি: ফেসবুক

তাহসান খান বলেন, ‘অনেক দিন পর বাবার শারীরিক যে সমস্যা ছিল, সেটার উন্নতি হচ্ছিল। বাবা ভালো হয়ে উঠছিলেন। আশা নিয়ে বাবাকে বাড়ি নিয়ে আসা হয়েছিল। হঠাৎ ইফতারের পরে তিনি অসুস্থ অনুভব করেন। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই বাবা নিথর হয়ে পড়েন। পরে হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক জানান পথেই বাবা মারা গিয়েছেন।’

বাবার সঙ্গে তাহসান। ছবি: ফেসবুক
বাবার সঙ্গে তাহসান। ছবি: ফেসবুক

আগামীকাল শুক্রবার তাঁর বাবার দাফন সম্পন্ন হবে বলে জানালেন তাহসান। তিনি জানান, তাঁর বড় ভাই যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি আগামীকাল সকালে দেশে পৌঁছাবেন। ভাইয়ের জন্য অপেক্ষা করছেন। তারপর বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তাহসান বলেন, ‘বাবা পরিবাগ মসজিদে নামাজ আদায় করতেন, সেখানেই বাদ জুমা প্রথম জানাজা হবে। পরে বাবার লাশ দাফন করা হবে বিক্রমপুরে। সেখানে দ্বিতীয় জানাজা হবে।’

সানাউর রহমান খানের জন্ম বিক্রমপুরে। বর্তমান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মুরাপাড়া গ্রাম। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাহসান খানরা দুই ভাই। তাহসান জানান, বিক্রমপুরে তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁর বাবাকে দাফন করা হবে। বাবা–মায়ের পাশেই শায়িত হবেন সানাউর রহমান। বাবার জন্য দোয়া চেয়েছেন তাহসান।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.