Nazihar News Network
News from Nazihar It Solution

মধুচন্দ্রিমা থেকে ফিরে কাজের জন্য প্রস্তুত আশিস বিদ্যার্থী

২৫ মে বিয়ে করেন ভারতের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। আসামের মেয়ে রুপালি বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ৫৭ বছর বয়সী এই খল অভিনেতা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন তিনি। হয়েছেন সমালোচনার মুখোমুখি। তবে নেটিজেনদের এসব পাত্তা দেননি তিনি। তাঁদের কটাক্ষের জবাবও দিয়েছিলেন এই অভিনেতা। নেটিজেনদের প্রতি ছুড়ে দিয়েছিলেন প্রশ্ন, বয়স হলে কি মানুষের বাঁচার অধিকার থাকে না? বয়স্ক ব্যক্তিদের অসুখী হয়েই মরতে হবে?
নেটিজেনদের সমালোচনায় কান দেননি তিনি। করে গিয়েছেন নিজের কাজ। গত সপ্তাহে নতুন স্ত্রী রুপালি বড়ুয়ার সঙ্গে মধুচন্দ্রিমায় সিঙ্গাপুর যান আশিস। সেখান থেকে ফিরেই কাজে ফেরার জন্য প্রস্তুতের ঘোষণা দেন তিনি। বিয়ের পর গত এক মাস অভিনয় থেকে দূরে ছিলেন এই বলিউড অভিনেতা। এবার ফেরার পালা।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, কাজের জন্য এবার প্রস্তুত তিনি। এর সঙ্গে তিনি তাঁর পুরোনো দিনের বেশ কিছু ছবি শেয়ার করেন এবং লেখেন তাঁর ক্যারিয়ারের প্রথম দিকের গল্প। অভিনয় ক্যারিয়ারে অধিকাংশ সময় খল চরিত্রে অভিনয় করেছেন আশিস। তিনি জানান, অনেকেই খল অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিতে কুণ্ঠা বোধ করলেও তিনি এই চরিত্রে অভিনয় করে গর্বিত মনে করেন।

২৫ মে বিয়ে করেন ভারতের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। আসামের মেয়ে রুপালি বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ৫৭ বছর বয়সী এই খল অভিনেতা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন তিনি। হয়েছেন সমালোচনার মুখোমুখি। তবে নেটিজেনদের এসব পাত্তা দেননি তিনি। তাঁদের কটাক্ষের জবাবও দিয়েছিলেন এই অভিনেতা। নেটিজেনদের প্রতি ছুড়ে দিয়েছিলেন প্রশ্ন, বয়স হলে কি মানুষের বাঁচার অধিকার থাকে না? বয়স্ক ব্যক্তিদের অসুখী হয়েই মরতে হবে?
নেটিজেনদের সমালোচনায় কান দেননি তিনি। করে গিয়েছেন নিজের কাজ। গত সপ্তাহে নতুন স্ত্রী রুপালি বড়ুয়ার সঙ্গে মধুচন্দ্রিমায় সিঙ্গাপুর যান আশিস। সেখান থেকে ফিরেই কাজে ফেরার জন্য প্রস্তুতের ঘোষণা দেন তিনি। বিয়ের পর গত এক মাস অভিনয় থেকে দূরে ছিলেন এই বলিউড অভিনেতা। এবার ফেরার পালা।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, কাজের জন্য এবার প্রস্তুত তিনি। এর সঙ্গে তিনি তাঁর পুরোনো দিনের বেশ কিছু ছবি শেয়ার করেন এবং লেখেন তাঁর ক্যারিয়ারের প্রথম দিকের গল্প। অভিনয় ক্যারিয়ারে অধিকাংশ সময় খল চরিত্রে অভিনয় করেছেন আশিস। তিনি জানান, অনেকেই খল অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিতে কুণ্ঠা বোধ করলেও তিনি এই চরিত্রে অভিনয় করে গর্বিত মনে করেন।

স্ত্রীকে নিয়ে আশিস বিদ্যার্থী

স্ত্রীকে নিয়ে আশিস বিদ্যার্থীটুইটার

ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আমাদের কাজ আমাদের হয়ে কথা বলবে, যার জন্য আমরা গর্বিত হব। নিজেদের জন্য এবং আমাদের ওপর যাঁরা নির্ভরশীল, তাঁদের ভালো ভবিষ্যৎ তৈরির জন্য কাজ করি। এই কাজ নিয়ে কথা বলতে আমরা কেন লজ্জা পাব এবং নিজেদের ছোট মনে করব?’ তিনি অন্যান্য অভিনেতার প্রতি উপদেশ দেন যে ঘৃণা, নেতিবাচক সমালোচনা এবং অপ্রীতিকর মন্তব্য—এগুলো থাকবেই, তবে থেমে যাওয়া যাবে না। চলতে হবে নিজের লক্ষ্যের দিকে।

আশিষ বিদ্যার্থী

আশিষ বিদ্যার্থীফেসবুক

এখন আপাতত আশিস বিদ্যার্থীর হাতে নতুন কোনো সিনেমার কাজ নেই। তবে তিনি অভিনয়ের জন্য এখন প্রস্তুত। খুব শিগগিরই হয়তো নতুন কাজের ঘোষণা দেবেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.