Nazihar News Network

চমকে দিলেন মাহফুজ-বুবলী

Interactively enable intermandated platforms before adaptive human capital. Enthusiastically leverage existing low-risk high-yield core competencies with installed base relationships. Rapidiously enhance functional experiences via interdependent metrics. Globally pontificate innovative expertise via competitive manufactured products. Rapidiously restore.

মাঝে লম্বা সময় বিরতি নিয়ে ফের পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। এবার আর ছোট পর্দায় নয়, সরাসরি প্রত্যাবর্তন করছেন বড় পর্দায়। শবনম বুবলীকে নিয়ে শেষ করেছেন সিনেমা ‘প্রহেলিকা’র কাজ। নতুন খবর হলো চয়নিকা চৌধুরীর পরিচালনায় রোমান্টিক নায়ক-নায়িকা রূপে রীতিমতো চমকে দিলেন মাহফুজ-বুবলী। সম্প্রতি বঙ্গ’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’। যাতে দেখা গেল সিলেট, ছেঁড়াদ্বীপ ও সেন্টমার্টিনের নৈসর্গিক স্থানে প্রেমের সুতোয় বাঁধা পড়লেন মাহফুজ-বুবলী। একে অপরের চোখে চোখ রেখে ঠোঁট মেলালেন এই বলে- মেঘের নৌকা তুমি/ তোমায় ওড়াবো আকাশে/ সাগরের শঙ্খ তুমি/তোমায় বাজাবো বাতাসে…। আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আর তাতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন কোনাল। গানটি নিয়ে বেশ আশাবাদী, খানিক ভয়েও আছেন নায়ক মাহফুজ আহমেদ।,

সিনেমায় এমন অবয়বে খুব বেশি দেখা মেলেনি এই অভিনেতার। তিনি বলেন, মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতিকবিতা। আর তাতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার। গানটি প্রকাশের পর ক্রমশ ছড়িয়ে পড়ছে অন্তর্জালে। বেশির ভাগ নেটাগরিক মুগ্ধতা প্রকাশ করছেন মাহফুজ আহমেদের ফিরে আসা নিয়ে। গানটি নিয়ে উচ্ছ্বসিত বুবলী বলেন, পর্দায় অভিনয় করার জন্য এরকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। গানটি প্রকাশ হলো। যার মাধ্যমে আমার ও মাহফুজ আহমেদের রসায়নটা দেখছেন সবাই। এ পর্যন্ত গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছি। রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ‘প্রহেলিকা’ ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। ছবির মুক্তির তারিখ জানানো হবে শিগগিরই।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.