Nazihar News Network

পাকিস্তানি দম্পতির হাতে অভিনব ট্যাটু

তিন বছরের দাম্পত্য জীবন তাঁদের। পাকিস্তানের ইসলামাবাদে থাকেন তাঁরা। হঠাৎ করেই এই দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়েছেন। আর এর কারণ হলো তাঁদের হাতে আঁকা বিশেষ ধরনের ট্যাটু।
পাকিস্তানি স্বামী–স্ত্রী দুজনের হাতেই দুটি বার্তা ট্যাটু আকারে লেখা ছিল। এই বার্তা তাঁদের জীবনঘনিষ্ঠ।

তিন বছরের দাম্পত্য জীবন তাঁদের। পাকিস্তানের ইসলামাবাদে থাকেন তাঁরা। হঠাৎ করেই এই দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়েছেন। আর এর কারণ হলো তাঁদের হাতে আঁকা বিশেষ ধরনের ট্যাটু।

পাকিস্তানি স্বামী–স্ত্রী দুজনের হাতেই দুটি বার্তা ট্যাটু আকারে লেখা ছিল। এই বার্তা তাঁদের জীবনঘনিষ্ঠ।

সম্পর্কের প্রথমদিকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে যে বার্তা আদানপ্রদান করেছেন, সেটিই তাঁরা ট্যাটুতে এঁকেছেন।

পাকিস্তানের যুবক আফান পোস্টটি টুইটারে দিয়েছেন। তাতে হোয়াটস অ্যাপে আদান–প্রদান করা বার্তার স্ক্রিনশট ও ট্যাটুর ছবি দেওয়া হয়েছে। স্ক্রিনশটে দেওয়া বার্তাতে রয়েছে, ‘মাত্র কদিন হলো আমাদের পরিচয়। তবে আমি মনে করি আমি আপনার অনেক কাছে! আপনাকে আলিঙ্গনের জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’ এর উত্তর এসেছিল ‘এটা শ্বাস নেওয়ার মতোই সহজ।’  

এই বার্তার কথা মনে রেখেই পাকিস্তানের ওই যুবক ট্যাটুতে লিখেছেন ‘এটা খুব সহজে অনুভব করা যায়…’ আর তাঁর স্ত্রীর হাতের ট্যাটুতে লেখা বার্তাটি হলো, ‘…যত সহজে নিশ্বাস নেওয়া যায়।’ টুইটে পোস্ট করার পর লেখা হয় ‘যেভাবে শুরু: যেভাবে চলছে।’

আলাদা একটি টুইটে পাকিস্তানের ওই যুবক বলেছেন, ট্যাটু করার পরিকল্পনাটি তাঁর স্ত্রীর। তিনি বলেন জীবন নিয়ে সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.