Nazihar News Network
News from Nazihar It Solution

পরপর ২ ওভারে আউট মাহমুদউল্লাহ ও হৃদয়

ছক্কার পর আউট হৃদয়

উসামা মিরকে স্লগ সুইপে ছক্কা। এরপর অফ স্টাম্পের বাইরের বলে স্ল্যাপের মতো করে খেলার চেষ্টা করেছিলেন হৃদয়, কিন্তু স্লিপে গেছে ক্যাচ। দুই ম্যাচ পরে দলে ফিরে ৩ বল টিকলেন হৃদয়। কেন একাদশের বাইরে ছিলেন, সেটিও যেন বোঝা গেল তাঁর আউটের ধরনে।

৬ বলের ব্যবধানে ২ উইকেট হারাল বাংলাদেশ। ইনিংসে এখনো বাকি ১৮ ওভারের বেশি।

ছক্কার পর আউট হৃদয়

উসামা মিরকে স্লগ সুইপে ছক্কা। এরপর অফ স্টাম্পের বাইরের বলে স্ল্যাপের মতো করে খেলার চেষ্টা করেছিলেন হৃদয়, কিন্তু স্লিপে গেছে ক্যাচ। দুই ম্যাচ পরে দলে ফিরে ৩ বল টিকলেন হৃদয়। কেন একাদশের বাইরে ছিলেন, সেটিও যেন বোঝা গেল তাঁর আউটের ধরনে।

৬ বলের ব্যবধানে ২ উইকেট হারাল বাংলাদেশ। ইনিংসে এখনো বাকি ১৮ ওভারের বেশি।

বাংলাদেশ ১৪০/৬

১৬: ৫৫

মাহমুদউল্লাহ বোল্ড

১৬

২০২৩ বিশ্বকাপে অ্যাডাম জাম্পার সঙ্গে এখন যৌথভাবে সর্বোচ্চ উইকেট আফ্রিদির

উইকেটের খোঁজে আফ্রিদিকে ফিরিয়ছেন বাবর। সে উইকেটের দেখা পেয়ে গেছে পাকিস্তান। ফুললেংথ থেকে ভেতরের দিকে ঢুকবে ভেবেছিলেন মাহমুদউল্লাহ, কিন্তু রাউন্ড দ্য উইকেট থেকে করা আফ্রিদির বলটি লাইন ধরে রেখেছে, একটু উল্টো দিকেই ঘুরেছে বলা যায়। সেটি মিস করে বোল্ড হয়েছেন এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান।

চাপ তৈরি হয়েছিল বেশ কয়েক ওভার ধরেই। তাতেই এলো উইকেট। আবার চাপ বাড়ল বাংলাদেশের। মাহমুদউল্লাহ ৭০ বলে ৫৬, বাংলাদেশ ১৩০/৫।

১৬: ৫০

১০ ওভারের চাপ

৩৭/৩, ১০ ওভার

৯৬/৩, ২০ ওভার

১২৮/৪, ৩০ ওভার

২১তম ওভারে আউট হয়েছিলেন লিটন। সাকিব স্ট্রাইক বদলাতেও হিমশিম খাচ্ছেন, আঁটসাঁট বোলিংয়ে ঠিক হাত খুলে খেলতে পারছেন না মাহমুদউল্লাহও। সর্বশেষ ১০ ওভারে এসেছে মাত্র ৩২ রান, আগের ১০ ওভারে যেখানে এসেছিল ৫৯ রান।

১৬: ৪১

অবশেষে সাকিবের চার

প্রথম ২০ বলে ৬ রান। এরপর ওয়াসিমের ফুললেংথের বলে ড্রাইভ করে সাকিবের চার। আজ বাংলাদেশ অধিনায়ক এসেছেন চার নম্বরে। শুরুতে রান করতে ভুগেছেন ভালোই। এখনো অনেক দূর যাওয়ার বাকি, তবে আজ কি রানের দেখা পাবেন তিনি?

২৮ ওভারে ১২১/৪

১৬: ৩৫

মাহমুদউল্লাহর ফিফটি

৪১*, ৪৬, ১১১, ২০, ৫০*

এ বিশ্বকাপে মাহমুদউল্লাহর ৫ ইনিংস

হারিসকে পয়েন্টের দিকে খেলে সিঙ্গেল। মাহমুদউল্লাহর ফিফটি। এ বিশ্বকাপে ব্যাটিংয়ে বলতে গেলে একমাত্র উজ্জ্বল তিনিই, যিনি ধারাবাহিক। এবার ফিফটি করতে তাঁড় লাগল ৫৮ বল।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.